টিউন করেছেন: আচেনা বালক
এ দুটি ফোন নিয়ে কতো যে হাজার খবর বেরিয়েছে, এর যে কতো শত ফাঁসকৃতি ছবি প্রকাশ পেয়েছে তার হিসেব নেই। গতকাল আবারও গ্যালাক্সি এস৭ এজের বেশ কতোগুলি ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। এসব ছবি দেখার পরে গ্যালাক্সি এস৭ ও এস৭ এজ আমাদের কাছে আর তেমন কোন রহস্য নয়।
এবারের পাওয়া ছবিগুলি ডিভাইস দু’টির প্রমান আকারের ছবি। এগুলোতে দেখা যাচ্ছে এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। ভালো করে বিশ্লেষণ করলে আরো স্পষ্ট যে, ছবিগুলি মোটেও মিডিয়ায় ব্যবহারের জন্য তৈরি করা হয়নি, কারণ তাতে চক্চকে ভাব অনুপস্থিত রয়েছে। এবার আরো যে বিষয়টি স্পষ্ট হয়েছে তা হলো হাতের মুঠোতে ধরার সুবিধার জন্য ফোনগুলির চারপাশের ধারগুলি আগের চেয়ে বেশি বৃত্তকার করে বানানো। তাছাড়া এর হোম বাটন আগের ডিভাইসগুলির চেয়ে বড়। বড় বাটন থাকার কারণে খুব তাড়াতাড়ি ও অধিকতর যথাযথভাবে আঙুলের ছাপ স্ক্যান করে দেখা সম্ভব হবে।
স্যামসাং শুধু স্মার্টফোন নয়, আরো নিয়ে আসছে একটি নতুন গিয়ার ৩৬০ ক্যামেরা। তবে মজার খবর হচ্ছে যারা আগে স্যামসাং গ্যালাক্সি এস৭ এর প্রি-অর্ডার দেবেন তাদের জন্যে নাকি বিনামূল্যে একটি ফ্রি গিয়ার ভিআর হেড সেট থাকছে। অবশ্য এই অফার গ্রহনের সুযোগ হয় তো কেবল ইউরোপের ক্রেতারাই পাবেন।
যাহোক স্যামসাং গ্যালাক্সি এস ৭ ও গ্যালাক্সি এস ৭ এজের আনুষ্ঠানিক দেখা মিলবে রোববার, ২১ ফেব্রুয়ারি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন