লেবেল

শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

হ্যাকিং থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কে সুরক্ষা রাখুন, এবার কোন ব্যাটার হ্যাঁকে কাজ হবেনা।

টিউন করেছেন :kamranchowdhury

 

 

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন, আমি ও আপনাদের দোয়াই ভাল আছি।
এবার আসল কথাই যাওয়া যাক, আমারা সব সময় খবর পাচ্ছি যে অমুকের অ্যাকাউন্ট হ্যাঁক হয়েছে, আর আমারা সব সময় অনলাইনে সার্চ করে থাকি কি করে আমার শত্রুর অ্যাকাউন্ট হ্যাঁক করা যাই, এই নিয়ে আমরা ইন্টারনেট ঘেঁটে ঘুটে পুরা মাথা নষ্ট করে ফেলি, পড়ে যে করেই হোক এক সময় সফল হয়।
তাই এই সব হাঁকের থেকে আপনার বাক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট কে রক্ষা করুন, আর কন হ্যাঁকেই কাজ হবে না। কি করে করবেন ?
সে জন্য আজ পানাদের কাসে শেয়ার করলাম এমন একটি এপ যার নাম হচ্ছেঃ ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষা.apk
এই এপটির সাহায্যে আপনি কি জানতে পারবেন তা নিচের ফটোর প্রথম ফটোতে দেয়া আছেন। আশা করি আপনাদের বুঝতে কোন সমস্যা হবে না।




তাই আর দেরি না করে তাড়াতাড়ি এপ টি নামিয়ে নিন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষা করুন।
নামানোর জন্য এখানে ক্লিক করুনঃ ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষা.apk
আজ তাহলে এই পর্যন্ত সবাই ভাল থাকবেন, আবার দেখা হবে।
আল্লাহ হাফেজ।
কোনো সমস্য হলে জানাবেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন