লেবেল

শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

ফেসবুক রিএকশান : কেনো মার্ক ডিসলাইক(Dislike) বাটনের বদলে এটি দিল


ফেসবুক পাঁচটি নতুন বোতাম চালু করেছে যা ফেসবুক রিএকশান (Facebook Reactions) নামে পরিচিত। তারা ফেসবুকে ডিসলাইক বাটন (Dislike) বাটনের  বদলে এটি চালু করেছে। অথচ সবাইক ডিসলাইক বাটনই চেয়েছিল

ফেসবুক রিএকশান (Facebook Reactions)  কি ?

ফেসবুক রিএকশান আপনাকে শুধু লাইক দেয়া ছাড়া আরো অনেক সুবিধা দিয়ে থাকে . উদাহরণস্বরূপ, যদি আপনার একজন বন্ধুর ব্রেকাপ হয়  অথবা ফেরার পথে তাদের গাড়ী গুড়িয়ে যায়,তাহলে এটাতে লাইক দিলে খুব খারাপ দেখাবে, এবং  হতে পারে আপনি টিউমেন্ট করতে চাচ্ছেন না এখানে ফলে  আপনি আর  কিছুই করছেন শেষ পর্যন্ত, এবং আপনার বন্ধু কখনই জানতে পারবেনা যে  আপনি তাদের টিউন দেখেছেন এবং তাদের সম্পর্কে চিন্তা করছেন।

সাইটটি  ফেসবুক রিএকশান (Facebook Reactions) চালু করেছে, যার সাহায্যে ব্যবহারকারীরা "দুঃখ" এবং "রাগ " সহ পাঁচটি নতুন উপায়ে প্রতিক্রিয়া করতে পারবে . কিন্তু এটা বছর ধরে-আকাঙক্ষিত সবার চাওয়া  ডিসলাইক বোতামটি  চালু করেনি কিন্তু পুরোনো লাইক বাটনটি ঠিকি রেখেছে।



 ফেসবুক রিএকশান (Facebook Reactions) ব্যবহার করে আপনি কি কি করতে পারবেন ?

এখানে ছয়টি রিএকশান আছে যা আপনি আপাতত ব্যবহার করতে পারবেন:

  • Like : এটি পুরোনো লাইক বাটনের মতই যেটা আমরা অনেক আগে থেকেই ব্যবহার করছি

  • Love : লাল  বৃত্তের মধ্যে সাদা একটি হার্ট, এটা দিয়ে আপনি বুঝাতে পারবেন একজন লাইক এর থেকেও বেশি কিছু পাওয়ার যোগ্য

  • Ha-ha: লোল শব্দটার বদলে এটি চমতকার ভাবে ব্যাভয়ার করা যায়, এটি দিয়ে বন্ধুকে বোঝাতে পারবেন তার টিউন যে কতটা হাসির

  • Wow: অবাক হয়ে যাওয়া একটি মুখ দেখা যায় এখানে।

  • Sad: কাওকে বাহবা দেখানোর জন্য এটি চমৎকার একটি ফিচার

  • Angry: টিউনের প্রতি আপনার রাগ দেখানোর জন্য এটি ব্যবহার করতে পারেন। ডিসলাইক বাটনের বদলে এটিও ব্যবহার করতে পারেন। অনেকেই করছে 😛

মার্ক জুকারবারগ বলেছেন যে

"আপনি প্রতিটা মুহূর্তে সুখের জিনিস শেয়ার করতে চাননা "

" মাঝে মধ্যে আপনি কিছু দুঃখের ও কষ্টের জিনিস শেয়ার করতে চান। আমাদের কমিউনিটি বেশ কয়েকবছর ধরে একটি ডিসলাইক বাটন চাচ্ছিল। কিন্তু এজন্য চাচ্ছিলনা যাতে বন্ধুকে বলতে পারে আমার কাছে তোমার টিউন পছন্দ হয়নি


"মানুষ তাদের সহানুভূতি প্রকাশ করতে চায় এবং তাদের আবেগ প্রকাশ করতে চায়।

মানুষ আসলে একটি টিউন সম্পর্কে নেতিবাচক অনুভূতি প্রকাশ করতে চায়না,তিনি বলেছেন, কিন্তু এর পরিবর্তে তারা একটি উপায় চায় যা দ্বারা তারা একটি টিউনের ব্যাপারে দুঃখ প্রকাশ করতে পারবে

এর ফলে নতুন আপডেট চালু করা হয়েছে যা দ্বারা আপনি টিউনের ব্যাপারে আপনার অনুভুতি শেয়ার করতে পারবেন

যারা এখনো জানেন না কিভাবে  ফেসবুক রিএকশান (Facebook Reactions) ব্যবহার করবেন  তারা দেখেন নিন কিভাবে এটা ব্যবহার করবেন

এন্ডইড ফোনের ক্ষেত্রে 

  • ফেসবুকে এপ্লিকেশানে লগিন করুন

  • লাইক বাটনটি ধরে রাখুন আর যেকোনো রিএকশান ক্লিক করে ছেড়ে দিন আপনার বন্ধুর জন্য

ওয়েবের ক্ষেত্রে 

  • লাইক বাটনটির উপর মাউস পয়েন্টার টি রাখুন 

  • এতে ফেসবুক রিএকশান ভেসে উঠবে 

  • আপনার পছন্দমত যেকোনো রিএকশান সিলেক্ট করুন   


  •  

এত  সুবিধা দিল ফেসবুক কিন্তু এখন লাইক মি স্ট্যাটাস মেরে বেড়ায় এখন তারা কি করবে 😛 ?

আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকে এতটুকুই। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ :)


শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

এবার আপনার হাতের স্মার্টফোন দিয়েই মনের মাধুরি মিশেয়ে ছবি অংকন করুন

সুপ্রিয় পাঠক বৃন্দ, কেমন আছেন সবাই ?? আজ আপনাদের সামনে হাজির হলাম আমার আর একটি টিউন  নিয়ে, এবারের টিউন এর মূল বিষয় হল ছবি আকা, হ্যা শিরোনাম দেখে প্রথমেই বুঝতে পেরেছেন যে ছবি আকা হবে এবার আপনার পছন্দের স্মার্ট ফেনেই। অনেক দিন থেকে অ্যাপস টি খুজে ছিলাম। আজ অনেক ঘাটাঘাটি করে পেয়েও গেলাম এবং অ্যাপস টি ইনস্টল করেই একটু ছবিও আকলাম। অতপর ভাবলাম অ্যাপস টি সকলের সাথে শেয়ার করা দরকার তাই তো বসে পরলাম টিউন টি লিখতে। কেননা এই সাইটের পাঠকদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ভাল ভাল ছবি আকতে পারেন কাগাজে কলমে তো এতদিন অনেক ছবি আকলেন এবার ডিজিটাল যুগেও আর কত কাগজে কলমে ছবি আকবেন? আসুন এবার ছবি আকি নিজই স্মার্টফোনেই।
কি চিন্তায় আছেন নাকি অ্যাপসটি কিভাবে ব্যবহার করবেন এ নিয়ে?? কারণ ছবি আকার জন্য অনেক হাতিয়ার (টুলস্) এবং কালারের প্রয়োজন হয়, চিন্তার কোন প্রকার কারণ নেই এখানে সকল বিষয় সাজানো গুছানো রয়েছে আর এখানে আপনার ছবিতে ব্যবহার করার মত সকল রং এর এক বিশাল সমাহার তো থাকছেই।  সেই সাথে বাচ্চারা যাতে ছবি আকতে পারে সেইজন্য কার্টুন, পশু পাখি গাড়ি নানা প্রকার কিছু ছবি সংযোজন করা হয়েছে উক্ত এপ এ। আঁকার ক্ষেত্রে লাইন বাই লাইন তুলে ধরা হয়েছে। রংয়ের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এটি অফলাইনেও কাজ করবে। তাই ইন্টারনেটের ঝামেলা ছাড়া অ্যাপটি ব্যবহার করা যাবে। তাই অতি চমৎকার এই এপটি নিচের ডাওনলোড লিংকে ক্লিক করে ডাওনলোড করতে পারেন। আর ছবি অংকন করুন আপনার স্মার্টফোনে।
Note- ডাউনলোডের জন্য ফোনের Uc ব্রাউজার ব্যবহার  করুন।উপরের  লিংকে ক্লিক করে যে পেইজ ওপেন হবে সেখানে download বাটনের নিচে Download Using Our Secure Download Manager একটি লেখা আছে যার বামে একটি টিক চিহ্ন দেওয়া আছে।ঐ টিক চিহ্ন টি ক্লিক করে তুলে দিন এবং download বাটনে ক্লিক করুন। অন্যকোন পেইজে চলে গেলে সেই পেইজ টি কেটে দিয়ে download বাটনে পুনরায় ক্লিক করলে download শুরু হবে।

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

420 বা ৪২০ এই ডিজিট দ্বারা কি বুঝায়?

সাধারনত দুষ্টু প্রকৃতির কাউকে উদ্দেশ্য করে এই শব্দটি ব্যবহার করা হয়। কিন্তু এই 420 এর উৎপত্তি কোথা থেকে?

বাংলার চারশ বিশ বা ইংরেজীর ফোর টোয়েন্টি হল প্রতারনার অভিযোগে অভিযুক্ত করার আইনের ধারা। কিন্তু এই সংখ্যাটা গাঁজা সেবনের সাথে জড়িয়ে আছে ৪০ বছরের ও বেশী সময় ধরে আমেরিকা কানাডা এবং পশ্চিমা বিশ্বের কোথাও কোথাও। 


বৃটেন এবং আমেরিকার প্রচলিত প্রথা এবং নিয়ম নীতির কিছু পার্থক্য চোখে পড়ার মত। যেমন তারিখ লেখার ক্ষেত্রে দিন প্রথমে, মাস মাঝ খানে, এবং সব শেষে বছর লেখা – এই নিয়ম টা চালু আছে বৃটেনে এবং প্রাক্তন বৃটীশ কলোণীর দেশগুলোতে। কিন্তু আমেরিকা , কানাডাতে এবং আরো অনেক দেশে প্রথমে মাস সংখ্যা , মাঝখানে দিন এবং শেষে বছর লেখা হয়। আজ ২০ শে এপ্রিল । বৃটেন এবং আমাদের দেশে ২০/৪/২০১২ লেখা হলেও আমেরিকা কানাডা তে লেখা হয় ৪/২০/ ২০১২। 


প্রতি বছর উত্তর আমেরিকার দেশ যুক্তরাস্ট্র এবং কানাডাতে ২০শে এপ্রিল পালিত হয় বিশেষ দিন হিসেবে। ২০শে এপ্রিল বা ৪/২০ এখন হয়ে দাড়িয়েছে ৪২০, এই দিনে আমেরিকা, কানাডার বিভিন্ন শহরে বিভিন্ন পেশা এবং নেশার লোকেরা সমবেত হন গাজা খাওয়ার উৎসবে এবং গাজা খাওয়াকে বৈধতা দেওয়ার দাবী জানাতে। ৪/২০ তারিখের বিকাল ৪-২০ মিনিটে শুরু হয় গাঁজা খাওয়া। 


উতপত্তি- গাজা খাওয়া বা গঞ্জিকা সেবন রাস্তাফারিয়ান ধর্মের অবিচ্ছেদ্য অংগ । রাস্তাফারিয়ান ধর্মের অনুসারী বিশ্বনন্দিত সঙ্গীত শিল্পী বব মার্লির সাথে ৪২০ সংখ্যার কোন সম্পর্ক নেই। ২০শে এপ্রিল তার মৃত্যু দিন বা জন্ম দিন কোনটাই নয়। ৪২০ সংখ্যা গাজা নিষিদ্ধ বা বৈধ করা কোন আইনের ধারাও নয়। তবুও গাজার সাথে ৪২০ সংখ্যা আজ অবিচ্ছেদ্য। এপ্রিলের ২০ তারিখ ৪/২০ বা বিকেল ৪ঃ ২০ হিসেবে ও লেখা হয়ে থাকে । গাজার বৈধতা দাবীর দিন ২০ এপ্রিলকে গাজা দিবস বা "Marijuana Appreciation Day." হিসেবে পালিত হয়ে আসছে ১৯৭১ সাল থেকে।

 সান রাফায়েল স্কুলে লুই পাস্তুরের মুর্তি। 

আজ থেকে ৪১ বছর আগে ১৯৭১ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান রাফায়েল হাই স্কুলের কয়েকজন কিশোর ছাত্র বিকেল ৪ টা বিশ মিনিটে একত্রে বসে গাজা খেত লুই পাস্তুরের মুর্তির পাদদেশে । তারা এত নিয়ম মাফিক এই কাজটা করত যে বিকেল ৪টা ২০ মিনিট বা ৪২০ সংখ্যা তাদের নিজেদের মধ্যে গাঁজা খাওয়ার সাঙ্কেতিক সংখ্যা হিসেবে পরিচিতি লাভ করল। পোস্টারে, বিজ্ঞাপনে ৪২০ সংখ্যা থাকলেই সবাই বুঝে নিত যে গাজা খাওয়ার ব্যবস্থা আছে । অল্প কিছুদিনের মধ্যে ৪২০ স্কুলে , এবং আরো কিছু দিন পর সারা ক্যালিফোর্নিয়া হয়ে আমেরিকায় ছড়িয়ে পড়ল। আজ পালিত হচ্ছে ৪১ তম ২০ শে এপ্রিল গাজা খাওয়ার উৎসবের দিন। 

কানাডাতে গাজা উৎসব পালিত হল আজ। টরন্টোর ডান্ডাস স্কোয়ার, ভ্যাঙ্কুভারের আর্ট গ্যালারীর সামনের মাঠে , মন্ট্রিলের রয়াল মাউন্টেন এবং অটোয়ার পার্লামেন্ট হিলে আজ সমবেত হয়েছিল গঞ্জিকা সেবীরা। কানাডা ব্রডকাস্টিং কর্পরেশান বা সি,বি,সি’র খবরে বলা হয় এবছর অটোয়ার পার্লামেন্ট হিলে ৫ থেকে ৬ হাজার লোক সমবেত হয়েছিল গাজা উৎসবে । ভ্যাঙ্কুভারের গাজা সেবীদের রয়েছে নিজস্ব ওয়েবসাইট http://www.420vancouver.com 

আমেরিকাতে অনান্য বছরের মত গাঁজা উৎসব পালিত হল সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট পার্কে, কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বোল্ডার ক্যাম্পাসে। নিউজিল্যান্ডের ওটাগ বিশ্ব বিদ্যালয় এবং অকল্যান্ডে। আমেরিকাতে সবচে বড় হল কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গাঁজা উৎসব। ২০১০ সালে ১০, ০০০ লোক জমা হয়েছিল এই গাঁজা উৎসবে এবছর তা ১১ হাজার ছাড়িয়ে যাবে।  

আমেরিকার কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গাঁজা উৎসব। 


বাংলাদেশে গাঁজা উৎসব- বিভিন্ন মাজার, সাধু সন্তদের আখড়ার মেলাতে গাজা খাওয়ার রেওয়াজ আছে। বগুড়ার মহাস্থান গড়ের বাৎসরিক গাঁজা উৎসব পালিত হয় ফাল্গুন মাসের শেষ শুক্রবারে। ঐদিন এখানে ৪০ মন পর্যন্ত গাঁজা খাওয়া হতশুনেছি আজকাল প্রশাসনের বাধার কারনে সে মেলা আর বসে না। সিলেটের শাহ জালালের মাজারের ওরসে, এবং কুস্টিয়ার লালন মেলায় বসা গাঁজা মেলা স্বচক্ষে দেখা। রাজশাহী শহরের অদুরের খেতুরের মেলাও গাঁজা সেবনের জন্য বিখ্যাত মেলা।

ডাউনলোড করে নিন জনপ্রিয় একটি গেমস GTA San Andreas তাও আবার মাত্র ৩ মেগাবাইট (হাইলি কম্প্রেস)।

আসসালামু আলাইকুম। আপনারা সকলে
কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করবো জনপ্রিয় একটি গেমস GTA San Andreas।
GTA San Andreas একটি বিশ্ব বিখ্যাত গেম যা এন্ড্রয়েড, আইওএস ও পিসিতে খেলা যায়। এটি ভাইস সিটির পরের সৎস্করণ যা ভাইস সিটি থেকে অনেক উন্নত। এই গেমটিতে রয়েছে ১০০ উপর মিশন, শত রকমের গাড়ি, প্লেন, জাহাজ, পাহাড়, ট্রেন, নদী আরও অনেক কিছু যা বলে শেষ করা যাবে না। যারা গেমটি খেলেছেন তারা বলতে পারবেন। এন্ড্রয়েডের জন্য গেমটির সাইজ ২.৫ জিবির মত কিন্তু আমি নিয়ে এলাম হাইলি কম্প্রেস যা Extract করার আগে ৩.৭৩ এমবি এবৎ Extract করার পর ২.৫ জিবির মত হয়ে যাবে।
যেভাবে ইনষ্টল করবেন :
প্রথমে নিচ থেকে ৩.৭৩ এমবির ফাইলটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিঙ্ক -  এখানে ক্লিক করুন। 

ডাউনলোড হয়ে গেলে ফাইলটি ES File xplorer বা Zarchiver pro দিয়ে Extract করুন। পাসওয়ার্ড দিবেন RI+Fahad। Extract হবার পর com.rockstargames.gtasa ফোল্ডারটি Android - Obb ফোল্ডারে রেখে .apk ফাইলটি ইনষ্টল করে গেমটি উপভোগ করুন।
গেমটির কিছু স্ক্রীনসট দেখে নিন

গেমটির ডিজাইন এবং গ্রাফিক্স অসাধারন। এটি এমন একটি গেম জাতে পাবেন এমন একটি গেম যাতে ১০০ + মিসন রয়েছে। গেমটি ৫১২ Ram এর ফোন দিয়েই আরামে খেলতে পারবেন, আর Ram বেশী হলে তো কোন কথাই নাই।
আর এই গেম টা আপনাদের কাছে খেলতে কেমন লাগছে জানালে খুশি হবো।
কারো কিছু বলার থাকলে বা সমস্যা হলে টিউমেন্ট করুন। তো বন্ধুরা আজ কে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো টিউন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।
ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী টিউনে। সেখানে নতুন কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব।

বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

Turn off or Disable Automatic App Updates in Windows 8.1

You will be required to log in to your Windows PC with your Microsoft Account. This is a must as some services like this one depend on the Microsoft Account. Once this condition is met, open Windows Store by clicking on its Tile on your Start Screen. Next open the Charms Bar and click on Settings. Now click on App updates.

windows 8.1 app updates
Here you will see the setting: Automatically update my apps.
turn off automatic app updates windows 8.1
It will be enabled by default. If you wish to turn off or disable automatic updates to your Windows apps, select No.
If you do not use a Microsoft Account but a Local account on your PC, you can disable automatic updating feature via Group Policy – if your version of Windows 8 has it.

To do so, open Run, type gpedit.msc and hit Enter.
Next navigate to the following:
Computer Configuration\Administrative Templates\Windows Components\Store
disable automatic update windows apps 1
In the right pane, double-click on Turn off Automatic Download of updates on Win8 machines to configure its settings.
automatic app updates windows 8.1
Select Enabled. Click Apply and Exit.
Finally you  removed Windows store

Turn off Windows Store application

Using Group Policy Editor
To disable access to or turn off the Windows Store, type gpedit.msc in Run box and hit Enter to open the Local Group Policy Editor. Navigate to the following setting:
Computer Configuration > Administartive Templates > Windows Components > Store
turn off Windows Store
Here, in the right pane, you will see the setting Turn off the Store application.
Double-click on it to open the Settings box, select Enabled and clicked Apply.

This setting denies or allows access to the Store application. If you enable this setting, access to the Store application is denied. Access to the Store is required for installing app updates. If you disable or don’t configure this setting, access to the Store application is allowed.
Exit Group Policy Editor.
Using Registry Editor
If your version of Windows 8 does not have the Group Policy Editor, Run regedit and hit Enter to open the Registry Editor. Navigate to the following registry key:
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Policies\Microsoft\WindowsStore
Create a new DWORD value in the WindowsStore key. Name it RemoveWindowsStore and give it a value of 1. If theWindowsStore key does no exist, create it, first.
Restart your Windows 8.1 computer.
You will have disabled the Windows Store application, and if anyone tried to open it, they will receive the following message:
Windows Store isn’t available on this PC. Contact your system administrator for more informatio

ইন্টারনেট ছাড়াই যেভাবে পাবেন গুগল ম্যাপ !!

মার্টফোনের যুগে পথ চেনাতে গুগল ম্যাপের কোনো জুড়ি নেই। তাই দেশে বা বিদেশে কোথাও ঘুরতে গেলে প্রায় সবাই পথ চলতে এখন সহায়তা নেন এই প্রযুক্তির। কিন্তু হয়তো আপনি ঘুরতে ঘুরতে এমন কোথাও চলে গেলেন, যেখানে ইন্টারনেট সংযোগ আর কাজ করছে না! কিংবা পর্যাপ্ত পরিমাণ ব্যালান্স না থাকার কারণে কিনতে পারছেন না মোবাইল ডাটা।
এ রকম পরিস্থিতির কথা মাথায় রেখেই গুগলের রয়েছে অফলাইন ম্যাপ সুবিধা। অর্থাৎ আপনি কোনো গহিন জঙ্গলে হারিয়ে যান কিংবা গাড়ি চালাতে চালাতে কোনো অচেনা পথে চলে যান, গুগল ম্যাপ ইন্টারনেট সংযোগ ছাড়াই আপনাকে পথ চিনিয়ে দেবে।

তবে এর জন্য অবশ্য আপনাকে সর্বপ্রথম ডাউনলোড করে নিতে হবে কোনো একটি নির্দিষ্ট জায়গার ম্যাপ, যে জায়গায় আপনি ভ্রমণ করতে যাচ্ছেন। একবার ডাউনলোড করে ফেললে এর পর ইন্টারনেট সংযোগের আর কোনো প্রয়োজনই নেই। গুগল নিজে থেকেই আপনার অবস্থান এবং পথচলার নির্দেশনা জানিয়ে দেবে।
তবে একটি কথা বলে রাখা ভালো। ভাববেন না, ডাউনলোড করে ফেললে গুগল ম্যাপের সব সুবিধা আপনি পাবেন। যেমন হাঁটা, ট্রানজিট ও সাইক্লিংয়ের নির্দেশনা কিংবা ট্রাফিক আপডেটের মতো সুবিধাগুলো পাওয়া যাবে না ডাউনলোডকৃত গুগল ম্যাপ থেকে। এই ফিচারে আপনি শুধু পাবেন ড্রাইভ করার নির্দেশনা। তবে ড্রাইভিং না করলেও সমস্যা নেই, গুগল এমনিতেও আপনাকে রাস্তাঘাট প্রদর্শন এবং পথচলার নির্দেশনা দিতে থাকবে।
মনে রাখবেন, ডাউনলোডকৃত ম্যাপ মাঝেমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে যেতে পারে, কারণ গুগল সব সময় চেষ্টা করে একেবারে সঠিক ম্যাপটি প্রদর্শন করতে। তারা নিয়মিত স্যাটেলাইটের মাধ্যমে ম্যাপ আপডেট করতে থাকে। তাই মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে পুনরায় ম্যাপ আপডেট করে নিলে সমস্যার সমাধান হয়ে যাবে।
কীভাবে ডাউনলোড করবেন অফলাইন ম্যাপ :
১. প্রথমেই আপনার অ্যানড্রয়েড কিংবা আইফোনে গুগল ম্যাপের অ্যাপটি ডাউনলোড করে নিন প্লে-স্টোর থেকে। তবে অবশ্যই সেটি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে সাইন ইন করে নিন।
২. আপনি যে জায়গাটির ম্যাপ চান, তার নাম লিখে সার্চ দিন।
৩. স্ক্রিনের একদম নিচে গিয়ে খুঁজে বের করুন আপনার সার্চকৃত নামটি। সেই বারে চাপ দিন।
৪. এবার ডাউনলোড অপশনে চাপ দিন।
৫. গুগল এরপর সে এলাকার ম্যাপ আপনার সামনে মেলে ধরে জানতে চাইবে, এই জায়গার ম্যাপ আপনি ডাউনলোড করতে চান কি না। আবার ডাউনলোড অপশন চেপে নিশ্চিত করুন।

plz আমাদের পেজে লাইক দিয়ে জেনে নিন লেটেস্ট  আপডেট...আমাদের blog এ টিউন করতে চাইলে আপনার জিমেইল আই ডি দিয়ে কমেন্ট করে জানাবেন.. আমাদের সদস্যদের জন্য আলাদা Expart group রয়েছে. সো জয়েন করুন ও আপনার টেক নলেজকে বারিয়ে তুলুন এক নতুন মাত্রায়

নষ্ট মেমোরি কার্ড ঠিক করুন এক নিমিষে একটি ছোট সফটওয়্যার ব্যবহার করে।



আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আমাদের অনেকের ই  মেমোরি কার্ড নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা মেমোরি গুলো ঠিক না করে বাইরে ফেলে দিচ্ছি কখনও হয়ত ঠিক করার চেষ্টা ও করি নি। তাই আমি আজ আপনাদের একটা সফটওয়্যার নিয়ে এসেছি যেটি ব্যবহার করে নষ্ট মেমোরি কার্ড ঠিক করতে পারবেন। প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।


এবার সেটআপ দিন। তারপর আপনার নষ্ট মেমোরি ঢুকান এবার সফটওয়্যার টি OPEN করুন তারপর আপনার মেমোরি সিলেক্ট করুন তারপর NTFS সিলেক্ট করুন Quick Format সিলেক্ট করুন THEN Start বাটনে ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করুন।ব্যাস কাজ শেষ।
অ্যাপটির সাইজ মাত্র ২  MB। আশা করি কোন সমস্যা হবে না, তবে সমস্যা হলে জানাবেন সমাধান করার চেষ্টা করবো। আজ তাহলে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।
টিউনটি তাড়াহুড়া করে লিখেছি তাই ভুল হলে ক্ষমা করবেন। আজ এ পর্যন্ত। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ

ফেইসবুক প্রোফাইল পিকচার ম্যাজিক!! এক সাথে ২টি প্রোফাইল পিকচার (বিস্তারিত টিউন)

আপনি ইচ্ছে করলেই এক ফেইসবুক আইডিতে দুটি প্রোফাইল পিকচার ব্যাবহার করতে পারেন। শুনে আশ্চর্য লাগলেও এটা সম্ভব। দুটি প্রোফাইল পিকচারের একটি আপনার প্রোফাইলে কভার পিকচারের নিচে বাম পার্শে দেখাবে এবং অন্য একটি আপনি কোথাও কমেন্ট করলে কমেন্টের বাম পার্শে দেখাবে। চলুন দেখে নেই কিভাবে এটি করতে হয়।
ধাপ-১. প্রথমে আপনি আপনার প্রোফাইলে জান। সেখান থেকে আপনার ফটো এ্যালবামের গিয়ে প্রোফাইল পিকচার এ্যালবামে জান।
ধাপ-২. যে ফটোটি প্রোফাইল পিকচার হিসেবে ব্যাবহার করতে চান সেটি ওপেন করুন এবং সেই ছবিটি ওপেন করুন।
1 (1)
ধাপ-৩. এড্রেস বার থেকে আপনার ছবির আইডিটি সংগ্রহ করুন। এখানে আমার আইডি 52520000038.
1 (2)
ধাপ-৪. এবার আবার প্রফাইলে ফিরে আসুন এবং প্রোফাইল পিকচারের উপর মাউস পয়েন্টার রাখলে Edit Profile Picture লেখা দেখা যাবে এবং সেখানে ক্লিক করুন। এবং সেখান থেকে Edit Thumbnail অপশনে ক্লিক করুন। এবং একটি পপ আপ বার আসবে।
1 (3)
ধাপ-৫. এখন পপ আপ বারের বাম পাশে ছবির উপর রাইট বাটন ক্লিক করে Enspect Element অপশনে ক্লিক করুন।
1 (4)
ধাপ-৬. Enspect Element থেকে মাউস সামান্য নিচে স্ক্রল করে <form action=”https://………… বা <https://upload.facebook.comলাইনটি খুজে বের করুন এবং লাইনের বাম পাশে ডানদিকে দেখানো তীর বাটনে ক্লিক করুন।
1 (5)
ধাপ-৭. এবার <input type=”hidden” value=”424246157667904″ name=”photo_fbid” autocomplete=”off”> লাইনটা খুজে বের করুন এবং value=”424246157667904″ অংশের নাম্বারের উপর ডাবল ক্লিক করুন। অথবা সম্পুর্ন লাইনের উপর রাইট ক্লিক করে Edit as HTML অপশনে ক্লিক করুন।
ধাপ-৮. এবার value=”523511704371027″ এখানের নাম্বারটা আপনি আপনার ধাপ-৩ থেকে প্রাপ্ত ফটো আইডি দিয়ে রিপ্লেস করুন।
ধাপ-৯. Enspect Element এর বাইরে যেকোন যায়গায় একটি ক্লিক করুন এবং এর পর Enspect Element ক্লোজ করে পপ আপ বারে সেইভ বাটন চাপুন।
এবার দেখুন ম্যাজিক…
কোন সমস্যা হলে আমাকে ফেসবুকে পেতে এখানে ক্লিক >> https://www.facebook.com/kamranchowdhurye

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

Add All Friends To Facebook Group By Single Click – 2016

Steps To Add All Friends To Facebook Group 

  • First of all Log in into that whose friends you want to invite.
  • Then open your Facebook Group in which you want to add friends.
  • Now Click F12 button to open debugger and then select console box.
  • Now copy script from below given button.
  • Copy paste the whole provided code and then paste them into console box.
  • add-all-friends-to-facebook-group-script-code
  • Press enter and process will start for sending invitation.
  • Note:- Don’t worry about anything this script is totally safe. In case you have too many friends then you get blocked for using groups or even your account may get locked. So be careful.
    If Face any type of problem and want any type of suggestion just feel free to share your comment.

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো SHAREit এর পিসি বা ল্যাপটপ ভার্সন। আপনারা হয়তো অনেকেই জানেন SHAREit এর একটি উইন্ডোস ভার্সন আছে ৷ কিন্তু আমি এটি সম্পর্কে জানতে পারি কিছু দিন আগে৷ সম্প্রতি আমি আমার ফোন থেকে একটি ফাইল আমার পিসিতে ট্রান্সফার করার প্রয়োজন হয়েছিল৷ কিন্তু তখন ডাটা কেবল খুজে পাচ্ছিলাম না এবং লেপটপের ব্লুটুথ ও কাজ করছিল না৷ তখন গুগলে সার্চ করলে আমি এই সফ্টওয়্যারটি সম্পর্কে জানতে পারি৷ এক কথায় বলতে পারি পিসিতে ব্যবহার করার অভিজ্ঞতা অসাধারন৷
upload
সফ্টওয়ারটির সাইজ মাত্র ৯ মেগা বাইট। আপনি প্রায় যেকোন উইনডোস ডেক্সটপ বা ল্যাপটপে এটি ব্যবহার করতে পারবেন, তবে আপনার ডেক্সটপ বা ল্যাপটপে WiFi থাকতে হবে স্মার্টফোনের মতো। সফটওয়্যার টি ব্যবহার করে খুব দ্রুত ফাইল শেয়ার করতে পারবেন।

ডাউনলোড লিঙ্ক –  এখানে ক্লিক করুন।
SHAREit 2.5.1.1

দেরি না করে ডাউনলোড করে নিন আর ব্যবহার করে দেখুন অবশ্যই ভাল লাগবে। ব্যবহার করলেই বুঝতে পারবেন সফটওয়্যার টি কতটা কাজের। সফটওয়্যার টি ব্যবহার করে খুব দ্রুত ফাইল শেয়ার করতে পারবেন।
আজ তাহলে এখানেই শেষ করলাম। কোন প্রবলেম হলে টিউনমেনট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।
টিউন ভাল লাগ্লে আর না লাগ্লেও এই পেজে লাইক দিন

How to Invite All Friends on Facebook

আজকের পোস্টা আমি English এ দিব আশা করি বুঝতে সমস্যা হবে না.

1.Using a Code to Invite All Friends

 1.Sign in to your Facebook account.

  2. Go to your Home page. Click “Home”

in the upper right corner of the page. You should see a yellow flag that shows Pages you have been invited to. 
Image titled Invite All Friends on Facebook Step 2Bullet1 You should see a calendar date icon that shows Events you have been invited to. 

 Image titled Invite All Friends on Facebook Step 2Bullet2




    • Highlight either the yellow flag or the calendar and click to take you to Page or Event invitations.
      Image titled Invite All Friends on Facebook Step 2Bullet3
    • If you want to create your own invitation, move on to the next step.
  1. Image titled Invite All Friends on Facebook Step 3
    3
    Create an event and invitation.
    • To create an event, go to your profile or a page you manage. Find the “Events” option in the “More” tab. Fill out the event details. Then, click “Invite Friends” in the bottom left corner of the event creation dialog box.
      Image titled Invite All Friends on Facebook Step 3Bullet1
    • You can also invite friends after you have made the initial invitation using the same process as inviting people to an event invitation you have not created.
  2. Image titled Invite All Friends on Facebook Step 4
    4
    Accept the invitation, if you did not set up the event or page. You will need to respond in order to invite friends.
    • Click “Like” if you want to send an invitation to a page.
      Image titled Invite All Friends on Facebook Step 4Bullet1
    • Click “Join” if you want to send an invitation to an event.
  3. Image titled Invite All Friends on Facebook Step 5
    5
    Click on the right button to invite all your friends.
    • If you are looking at a newly liked Facebook page, scroll down and find the “Friends” section on the right. Click on “See All” above the Invite button. A list of your friends should pop up in a dialog box.
      Image titled Invite All Friends on Facebook Step 5Bullet1
    • If you are looking at an event, after you respond, you should see an “Invite Friends” button right under the event name and photo. Click it to bring up a dialog box with a list of your friends.
      Image titled Invite All Friends on Facebook Step 5Bullet2
  4. Image titled Invite All Friends on Facebook Step 6
    6
    View all your friends. The first dialog box may only show the names of friends with whom you have had recent interactions.
    • If this is the case, click on the drop down menu that says “Recent Interactions” and select “Search by Name” to see all your friends.
      Image titled Invite All Friends on Facebook Step 6Bullet1
  5. Image titled Invite All Friends on Facebook Step 7
    7
    Copy the following code without quotation marks: “javascript:var x=document.getElementsByTagName("input");for(var i=0;i<x.length;i++) {if (x[i].type == 'checkbox') {x[i].click();}}; alert('Done: please scroll and repeat until all your friends have been selected');”
  6. Image titled Invite All Friends on Facebook Step 8
    8
    Paste the code inside your address bar. This is where the URL of the event or page is currently.
  7. Image titled Invite All Friends on Facebook Step 9
    9
    Type the phrase “javascript:” without the quotation marks in front of the code you just pasted in.
    • When you paste the code the first time, Facebook automatically removes this portion. You need to add it back in to get the code to work.
  8. Image titled Invite All Friends on Facebook Step 10
    10
    Move your cursor to the end of the code in the address bar. Click “Enter.”
    • All of the boxes next to your friend’s names should get checked and change color.
  9. Image titled Invite All Friends on Facebook Step 11 
    11Click the Invite button on the bottom right hand corner to extend your invitation to everyone.

    Using a Chrome Extension to Invite All Friends

    1. Image titled Invite All Friends on Facebook Step 12
      1
      Download the Google Chrome browser, if you don’t have it already.
    2. Image titled Invite All Friends on Facebook Step 13
      2
      Go to the Google Chrome web store.
    3. 3
      Copy and paste the words “Facebook Invite All Friends” into the search bar at the top of the page. Click “Enter.”
    4. Image titled Invite All Friends on Facebook Step 15
      4
      Select “Facebook Invite All Friends Pro” from the list of available extensions. Click the “+ Free” button. [2]
    5. Image titled Invite All Friends on Facebook Step 16
      5
      Click “Add” to download it to your Chrome browser. You may need to restart Chrome to use the extension.
    6. Image titled Invite All Friends on Facebook Step 17
      6
      Log onto Facebook. Select a page or event that you want to recommend.
    7. Image titled Invite All Friends on Facebook Step 18
      7
      Click “Invite Friends. When the dialog box pops up, you should have an option that says “Toggle All.” Click that button to select everyone.
    8.   Press the “Invite” button at the bottom of the dialog box to share the invitation.



এশিয়া কাপ এবং বাংলাদেশ, স্মৃতি, ক্যাপ্টেন মাশরাফি, ম্যাচ শিডিউল, ওয়াল পেপার,

 ফেব্রুয়ারি ২৪: বাংলাদেশ - ভারত ফেব্রুয়ারি ২৫: শ্রীলঙ্কা - বাছাই পর্ব পেরিয়ে আসা দল ফেব্রুয়ারি ২৬: বাংলাদেশ - বাছাই পর্ব পেরিয়ে আসা দল ফেব্রুয়ারি ২৭: ভারত – পাকিস্তান ফেব্রুয়ারি ২৮: বাংলাদেশ – শ্রীলঙ্কা ফেব্রুয়ারি ২৯ : পাকিস্তান – বাছাই পর্ব পেরিয়ে আসা দল মার্চ ১: ভারত – শ্রীলঙ্কা মার্চ ২: বাংলাদেশ – পাকিস্তান মার্চ ৩: ভারত – বাছাই পর্ব পেরিয়ে আসা দল মার্চ ৪: পাকিস্তান – শ্রীলঙ্কা মার্চ ৬: ফাইনাল 
আর মাত্র 1day তারপর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচের মধ্য দিয়ে উপমহাদেশের বিশ্বকাপ খ্যাত ‘এশিয়া কাপ ক্রিকেট ২০১৬’ এর মূল আসরের পর্দা উঠছে। গ্যালারির টিকিট ইতিমধ্যেই শেষ। এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ফাইনালসহ টুর্নামেন্টের সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। টুর্নামেন্ট শুরু ও ফাইনালের তারিখ বেশ কিছু দিন আগেই ঠিক হয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয় বুধবার। ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। অংশ নেবে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।

 

 ২০১২ এশিয়া কাপের স্মৃতি কি কখনো ভুলতে পারবে এ দেশের ক্রিকেট সমর্থকেরা এশিয়া কাপ ২০১৬ এবং বাংলাদেশঃ

এশিয়ার বিশ্বকাপই বলা চলে এশিয়া কাপকে। বাংলাদেশের জন্য এটি অবশ্য আরও বেশি প্রযোজ্য। বিশ্বকাপে অংশগ্রহণের আগে এশিয়া কাপের মধ্য দিয়েই বিশ্বের অন্যতম সেরা (ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা) দলগুলোর প্রতিপক্ষ হওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সে হিসেবে এটি বাংলাদেশের জন্য বিশ্বকাপের মতোই মর্যাদার একটি আসর। যে আসরের শিরোপা এখনো অধরা টাইগারদের কাছে। তবে ২০১২ আসরে ফাইনালে মাত্র ২ রানের জন্য হেরে যায় বাংলাদেশ। (তথ্যের কিছু অংশ উল্লেক্ষিত প্রতিবেদন থেকে নেওয়া এশিয়ার বিশ্বকাপ এশিয়া কাপ এবং বাংলাদেশ।)

২০১২ এশিয়া কাপের স্মৃতিঃ

২০১২ এশিয়া কাপের স্মৃতি কি কখনো ভুলতে পারবে এ দেশের ক্রিকেট সমর্থকেরা। মাত্র ২ রানের জন্য ফাইনালে সেবার পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। যে টুর্নামেন্টে ভারত-শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছিল তারা। এশিয়া কাপ বলতেই টাইগারভক্তদের মনে ভেসে আসে আবেগতাড়িত সে কান্নার স্মৃতি। (ভিডিও এখানে এশিয়া কাপ বলতেই টাইগারভক্তদের মনে আসে আবেগতাড়িত সে কান্নার স্মৃতি)

ক্যাপ্টেন মাশরাফির অন্য রকম এশিয়া কাপঃ

মাশরাফি বিন মুর্তজা।আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর ২০০৪ সালের এশিয়া কাপ টাই শুধু খেলতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। ২০০৮, ২০১০, ২০১২, ২০১৪—চারটি এশিয়া কাপের প্রতিটিতেই খেলেছেন তিনি। প্রতিটি টুর্নামেন্ট খেলেছেন দলের একজন সদস্য হিসেবেই। তবে এবারের এশিয়া কাপটা মাশরাফির কাছে হতে যাচ্ছে অন্য রকম। এই প্রথম তিনি এশিয়া কাপ (Asia Cup) এ বাংলাদেশের অধিনায়ক! তাই এবারের এশিয়া কাপ মাশরাফির অন্য রকম একটি এশিয়া কাপ ।

 

ম্যাচ শিডিউলঃ

এশিয়া কাপের ২০১৬ এর সূচি নিম্নে দেওয়া হল। (এশিয়া কাপ ২০১৬ এর সূচি)
  • ফেব্রুয়ারি ২৪: বাংলাদেশ - ভারত
  • ফেব্রুয়ারি ২৫: শ্রীলঙ্কা - বাছাই পর্ব পেরিয়ে আসা দল
  • ফেব্রুয়ারি ২৬: বাংলাদেশ - বাছাই পর্ব পেরিয়ে আসা দল
  • ফেব্রুয়ারি ২৭: ভারত – পাকিস্তান
  • ফেব্রুয়ারি ২৮: বাংলাদেশ – শ্রীলঙ্কা
  • ফেব্রুয়ারি ২৯ : পাকিস্তান – বাছাই পর্ব পেরিয়ে আসা দল
  • মার্চ ১: ভারত – শ্রীলঙ্কা
  • মার্চ ২: বাংলাদেশ – পাকিস্তান
  • মার্চ ৩: ভারত – বাছাই পর্ব পেরিয়ে আসা দল
  • মার্চ ৪: পাকিস্তান – শ্রীলঙ্কা
  • মার্চ ৬: ফাইনাল

    এশিয়া কাপের ওয়াল পেপারঃ